মঙ্গলবার ০৬ মে ২০২৫

সম্পূর্ণ খবর

বাণিজ্য | ক্রেডিট কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত নিল এই ব্যাঙ্ক, জেনে নিন এখনই

Sumit | ০৬ ফেব্রুয়ারী ২০২৫ ২০ : ০৬Sumit Chakraborty


আজকাল ওয়েবডেস্ক: ক্রেডিট কার্ড নিয়ে বেশ কয়েকটি নতুন সিদ্ধান্ত নিল আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক। এই নতুন নিয়ম চালু হবে ২০ ফেব্রুয়ারি থেকে। প্রধানত অ্যালুয়াল পারসেনটেজ রেট, ফুয়েল ফি, সারচার্জ, স্টেটমেন্ট, পেমেন্ট ডিউ ডেট, এডুকেশন ফি পেমেন্ট, রেলওয়ে লাইঞ্জ অ্যাকসেস সহ আরও বেশ কয়েকটি ক্ষেত্রে এই নতুন নিয়ম চালু হবে বলেই জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।


এতদিন পর্যন্ত যে হারে এগুলিতে চার্জ নেওয়া হত সেখান থেকে অনেক বেশি চার্জ নেওয়া হবে। ফুয়েলের ক্ষেত্রে ৩০ হাজার টাকা পর্যন্ত ১ শতাংশ হারে বেশি টাকা দিতে হবে। সেখানে তাই বাড়তি চাপ হবে গ্রাহকদের কাছে।


এপিআর ক্ষেত্রেও বেড়েছে চার্জ। নতুন রেঞ্জ হয়েছে ৮.৫ শতাংশ থেকে ৪৬.২ শতাংশ। এতদিন ধরে ক্রেডিট কার্ড নিয়ে যে সুবিধা ভোগ করতেন এই ব্যাঙ্কের গ্রাহকরা সেখান থেকে খানিকটা হলেও তাদের বাড়তি চার্জ দিতে হবে। রেলওয়ে লাউঞ্জের ক্ষেত্রে ২০ হাজার টাকা পর্যন্ত টাকা গুনতে হবে। ফলে সেখানেও থাকছে বাড়তি চাপ।  

 


ক্রেডিট কার্ড হল একটি বিশেষ ধরনের পরিশোধ ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহৃত প্লাস্টিক কার্ড, যা ওই পরিশোধ ব্যবস্থার ব্যবহারকারীদেরকে ইস্যু করা হয়। এই কার্ডের বাহক পণ্য ও সেবা ক্রয় করতে পারেন এবং মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দেন। সাধারণত স্থানীয় ব্যাঙ্ক বা ক্রেডিট ইউনিয়ন ভোক্তাদের কাছে এই কার্ডগুলি ইস্যু করে থাকে। 


চার্জ কার্ড ও ক্রেডিট কার্ডের মধ্যে পার্থক্য হল চার্জ কার্ডে প্রত্যেক মাস বা প্রত্যেক চক্রের শেষে পুনরায় টাকা ভরতে হয় যা ক্রেডিট কার্ডে হয় না। বরং ক্রেডিট কার্ডে ব্যবহারকারীদের ঋণ নেওয়ার ব্যবস্থা থাকে যা সুদসহ পরিশোধযোগ্য। ক্রেডিট কার্ড ক্যাশ কার্ডের চেয়েও ভিন্ন কেননা ক্যাশ কার্ডের মতো একে টাকা বা অর্থের বিনিময়ে ব্যবহার করা হয় না। ক্রেডিট কার্ড ব্যবহারে একটি তৃতীয় পক্ষ কাজ করে যারা বিক্রেতাদের অর্থ দেয় এবং ক্রেতাদের অর্থ পরিশোধ করে। 

 


IDFCFIRSTBank interestrate creditcards

নানান খবর

সোশ্যাল মিডিয়া